নিজস্ব সংবাদদাতা : পথনিরাপত্তায় একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচির মধ্য দিয়ে বাংলা জুড়ে পথনিরাপত্তাকে জোরদার করার ক্রমাগত প্রচেষ্টা চলছে। পথচলতি মানুষকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে এগিয়ে এলেন পুলিশ কর্মী ও টোল প্লাজার কর্মচারীরা। শুক্রবার হাওড়া সিটি পুলিশ ও ধুলাগড় টোল প্লাজার কর্মচারীদের উদ্যোগে ১৬ নং জাতীয় সড়কের ধুলাগড় টোল প্লাজায় সচেতনতার প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হল। পথচলতি বিভিন্ন গাড়ির ড্রাইভারদের লিফলেট প্রদান ও তাদের সচেতন করতে এদিন দেখা যায়। সাধারণ মানুষের মধ্যে পথনিরাপত্তার বার্তা দিতেই এই উদ্যোগ বলে উদ্যোক্তারা জানান।
জাতীয় সড়কে পথনিরাপত্তায় জোর, সচেতনতার প্রচারে নামলেন পুলিশ ও টোল প্লাজার কর্মীরা
Published on: