নিজস্ব সংবাদদাতা : স্রষ্টার মৃত্যু হয়না। স্রষ্টা তাঁর সৃষ্টির মধ্য দিয়েই বেঁচে থাকেন। কিন্তু কালের অমোঘ নিয়মে সকলকে ইহলোক ত্যাগ করে পরলোকের উদ্দেশ্যে চলে যেতে হয়। চলে গেলেন বিশিষ্ট বাঙালি কবি অলোকরঞ্জন দাশগুপ্ত। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭।
বেশকিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় অলোকরঞ্জন বাবু জার্মানিতে পরলোক গমন করেন। উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বিভাগ থেকে হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতে গিয়েছিলেন অলোকরঞ্জন। বৈদগ্ধ্য আর সৃষ্টির অভূতপূর্ব সমাহার তাঁর জীবন জুড়ে।
শ্রেষ্ঠ কবিতার উৎসর্গে লেখেন, ‘ভগবানের গুপ্তচর মৃত্যু এসে বাঁধুক ঘর/ ছন্দে, আমি কবিতা ছাড়ব না’! যা একদা উস্কে দিয়েছিল বহু বাঙালির কবিতা লেখার আবেগ।’ তাঁর মৃত্যুতে বঙ্গ সাহিত্য জগতে শোকের ছায়া।