নিজস্ব সংবাদদাতা : সভ্যতার প্রারম্ভিক লগ্ন থেকে ওরা বঞ্চিত। অধিকার আদায়ে বারবার ওরা পথে নেমেছে। তবুও ওরা অবহেলিত। বিগত কয়েক বছর ধরে লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে বারবার গর্জে উঠেছে ভারতের বিভিন্ন প্রান্ত। এবার সেই বৈষম্য দূর করতে উদ্যোগী হল ভারত সরকার। এবার ভারতের আধা-সামরিক বাহিনীর অংশ হতে চলেছেন তৃতীয় লিঙ্গের সদস্যরাও। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। জানা গেছে, তৃতীয় লিঙ্গের মানুষদের বাহিনীতে নিযুক্ত করতে গঠিত হয়েছে বিশেষ কমিটি। তবে আধা-সামরিক বাহিনীর কোন কোন পদে এদের নিয়োগ করা হবে তা নিয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। লিঙ্গ বৈষম্যের রাশ টানতে চলা কেন্দ্রের এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
আধাসেনায় নিযুক্ত হতে চলেছে তৃতীয় লিঙ্গের মানুষ, জানাল স্বরাষ্ট্রমন্ত্রক
Published on: