নিজস্ব সংবাদদাতা : দীর্ঘ প্রতীক্ষার পর হাওড়া গ্রামীণ জেলা পুলিশের নতুন থানা হিসাবে আত্মপ্রকাশ করল পেঁড়ো। জানা গেছে, শনিবার থেকেই পেঁড়ো থানা কাজ শুরু করেছে। আমতা ও উদয়নারায়ণপুর থানা এলাকার মোট ৭ টি অঞ্চল নিয়ে এই নতুন থানা গঠিত হয়েছে।
আপাতত নবগঠিত থানায় পাঁচ অফিসার, আট কন্সটেবল ও চারজন মহিলা কন্সটেবল আছেন বলে জানা গেছে। পেঁড়ো থানার ওসি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে পিয়ালী ঘোষকে। উল্লেখ্য, বেশ কয়েক বছর আগে উদয়নারায়ণপুরের পেঁড়ো ফাঁড়িটিকে থানায় রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
আমতা এবং উদয়নারায়ণপুর থানা এলাকার কয়েকটি পঞ্চায়েতকে নিয়ে পেঁড়ো থানা গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়। পেঁড়ো এবং সংলগ্ন এলাকাটি উদয়নারায়ণপুর এবং আমতা থানা থেকে অনেকটা দূরে।
এর জেরে, পেঁড়ো বা তার পাশ্ববর্তী এলাকায় কোনো অপরাধ বা ঘটনা ঘটলে দু’টি থানার পুলিশকর্মীদের পক্ষেই ঘটনাস্থলে পৌঁছাতে বেশ খানিকটা সময় লেগে যেত। তাই দীর্ঘদিন ধরেই পেঁড়োয় নতুন থানার দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় মানুষ। অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল।