আমতায় অবৈধভাবে বালি তোলার জের, আটক ১

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বেশ কয়েকদিন ধরেই অবৈধভাবে বালি তোলার কাজ চলছিল। রবিবার গ্রামবাসীদের চেষ্টায় তা হল।

সূত্রের খবর, গ্রামীণ হাওড়ার জয়পুর থানার মৈনান গ্রামে দামোদর ও রূপনারায়ণের সংযোগরক্ষাকারী শটকার্ট চ্যানেলের কাছে দামোদরে বেশ কয়েকদিন ধরেই অবৈধভাবে বালি তোলার কাজ চলছিল।

অভিযোগ, রবিবার বালি তোলার জন্য একটি বড়ো অটোরিকশা নিয়ে আসা। গ্রামবাসীরা তা জানতে পেরেই ঘটনাস্থলে পৌঁছান। অন্যান্যরা পালিয়ে গেলেও বালি তুলতে আসা একজনকে আটকে রাখেন স্থানীয় মানুষ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে জয়পুর থানার পুলিশ। পুলিশ অটোরিক্সা সহ এক ব্যক্তিকে আটক করেছে বলে জানা গেছে।