নিজস্ব সংবাদদাতা : বাংলায় তৃতীয়বার সরকার গঠনের পর একাধিক পঞ্চায়েতের দখলে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বেলাড়ি গ্রাম পঞ্চায়েতের দখল নিল তৃণমূল কংগ্রেস। ১২ সদস্য বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে বিগত নির্বাচনে বিজেপি ৭ টি ও তৃনমূল ৫ টি আসন দখল করে। তারপর পঞ্চায়েত গঠন করে বিজেপি।
কিছুদিন আগে উলুবেড়িয়া দক্ষিন কেন্দ্রের অধীন বিজেপি এই পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ঝুম্পা রায় সহ ৩ বিজেপি সদস্য তৃণমূলে যোগদান করে। এরপরই বেলাড়ি গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় আট। আর এরপরেই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হয়।
সোমবার পঞ্চায়েত অফিসে প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে ভোটাভুটির ব্যবস্থা করা হয়। জানা গেছে, বিজেপির কোনো সদস্য এই ভোটাভুটিতে অংশ না নেওয়ায় অনাস্থায় তৃণমূল কংগ্রেস জয়লাভ করে।