নিজস্ব সংবাদদাতা : দুর্গা পূজা উপলক্ষে বিখ্যাত শিশু চিকিৎসক ডাঃ কল্যাণ পাঁজার ব্যবস্থাপনা বিনা ব্যায়ে স্বাস্থ্য পরীক্ষণ শিবির অনুষ্ঠিত হলো বাগনানের বিরামপুর সুভাষ সংঘে।
প্রায় ১২০০ জন সাধারণ মানুষ এই শিবির থেকে পরিষেবা পেলেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ঔষধ প্রস্তুতকারক সংস্থা থেকে বহু সনামধন্য চিকিৎসক উপস্থিত ছিলেন এই শিবিরে।
লক্ষাধিক মূল্যের ঔষধ সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হয় এই শিবির থেকে। সুভাষ সংঘের এক সদস্য জানান “ ইতিমধ্যেই সামাজিক ও কল্যাণমূলক কাজের প্রতীক হিসেবে এলাকায় আমরা খ্যাতি লাভ করেছে।
আমাদের লক্ষ্য এই কার্যক্রমকে পরের বছর আরো বেশি সংখ্যক লোকের কাছে এই পরিষেবা পোঁছে দেওয়া।” উল্লেখ এই বছর বিরামপুর সুভাষ সংঘের দুর্গাপূজা ৪১ তম বর্ষে পদার্পন করলো।বর্তমান বছরে ‘আড়ম্বর নয় সামাজিক দায়বদ্ধতা’ তাদের ভাবনা।