নিজস্ব সংবাদদাতা : কোনো আড়ম্বর কিমবা অনুষ্ঠান নয় নিজের জন্মদিনের আনন্দকে অসহায়, প্রান্তিক মানুষের সাথে ভাগ করে নিলেন গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া-২ ব্লকের রঘুদেবপুর গ্রামের যুবক সৌভিক চ্যাটার্জী।
নিজের ২৪ তম জন্মদিন উপলক্ষ্যে সোমবার রাতে বন্ধুদেরকে সাথে নিয়ে দক্ষিণ-পূর্ব রেলওয়ের হাওড়া-খড়্গপুর শাখার বাউরিয়া, চেঙ্গাইল, ফুলেশ্বর ও উলুবেড়িয়া স্টেশনে পৌঁছে গিয়েছিলেন সৌভিক। শীতের রাতে প্ল্যাটফর্মে আশ্রয় নেওয়া শীতার্ত, অসহায় মানুষকে কম্বল তুলে দেন পেশায় ব্যবসায়ী সৌভিক।
জানা গেছে, চারটি স্টেশন মিলিয়ে প্রায় ২০ জন মানুষের গায়ে শীত কম্বল দেন সৌভিক ও তাঁর বন্ধুরা। সৌভিকের কথায়, “কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনের বাইরেও মানুষের পাশে থাকা যায়। সেই দৃষ্টিভঙ্গি থেকেই বন্ধুদের সাথে নিয়ে নিজের জন্মদিনে এই উদ্যোগ নিলাম।”