নিজস্ব সংবাদদাতা : তখন হাওড়ার ‘চন্ডীমাতা ফিল্মস’-এর খ্যাতি তুঙ্গে। চন্ডীমাতা ফিল্মসের কর্ণধার সত্যনারায়ণ খাঁ হাওড়ার জেলার জগৎবল্লভপুর ব্লকের গোহালপোতা গ্রামকে বেছে নিয়েছিলেন বেশকিছু বিখ্যাত সিনেমার শ্যুটিংয়ের জন্য।
এগ্রামে পা রেখেছেন উত্তম কুমার, সুচিত্রা সেন, সুপ্রিয়া দেবী, জয়া ভাদুড়ী সহ বাংলা চলচ্চিত্র জগতের তাবড়-তাবড় ব্যক্তিত্বরা। এই গ্রাম জুড়েই ছড়িয়ে রয়েছে বাঙালির প্রিয় ‘ফেলুদা’র কত জানা – অজানা স্মৃতি।
‘জীবন সৈকত’, ‘প্রতীক’, ‘প্রতিবাদ’ সহ একাধিক ছবির শ্যুটিংয়ের জন্য বহুবার গ্রামীণ হাওড়ার এই প্রত্যন্ত গ্রামে পা রেখেছেন প্রিয় ‘ক্ষিদ্দা’। জগৎবল্লভপুরের এই গ্রামে সত্যনারায়ণ খাঁ’য়ের বাড়িতে কাটিয়েছেন অনেক রাত। গোহালপোতা গ্রামজুড়ে ছড়িয়ে রয়েছে বাঙালির প্রিয় ‘অপু’র কত জানা-অজানা স্মৃতি।
এখন সেই স্মৃতি চারণাতেই ব্যস্ত জগৎবল্লভপুরের এই গ্রামের মানুষ। ইহলোক ছেড়ে চলে গেলেন সৌমিত্র বাবু, কিন্তু গোহালপোতা গ্রামের মতোই অগণিত বাঙালির মনে অমর হয়ে রয়ে গেলেন।