নিজস্ব সংবাদদাতা : শুক্রবারের শুভলগ্নে রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি একটি সাংবাদিক সম্মেলন করে প্রার্থী তালিকা ঘোষণা করেন।
আগের মতোই গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া উত্তর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন বর্তমান বিধায়ক নির্মল মাজি, উলুবেড়িয়া দক্ষিণে তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক পুলক রায়, শ্যামপুরে কালীপদ মন্ডল, উদয়নারায়ণপুরে সমীর পাঁজা, বাগনানে অরুণাভ সেন। শুধু দু’টো বিধানসভায় ভিন্ন মুখ আনা হয়েছে। উলুবেড়িয়া পূর্বে ইদ্রিস আলির পরিবর্তে আনা হয়েছে প্রখ্যাত মোহনবাগান ফুটবলার বিদেশ বসুকে।
অন্যদিকে, আমতা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আমতার ভূমিপুত্র সুকান্ত পাল। অন্যদিকে, জগৎবল্লভপুরে প্রার্থী হচ্ছেন উদয়নারায়ণপুরের বাসিন্দা সীতানাথ ঘোষ।
উল্লেখ্য, উলুবেড়িয়া পূর্বে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মহল থেকে ‘ভূমিপুত্র’কে প্রার্থী করার দাবি উঠেছিল। তারপরও সেলিব্রিটি প্রার্থীর উপর ভরসা রাখল দল। এর প্রভাব ভোটব্যাঙ্কে পড়ে কিনা তা-ই এখন দেখার বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।