নিজস্ব সংবাদদাতা : একুশের ভোটের আগে হারানো জমি ফিরে পেতে মরিয়া বাম শিবির। সেই লক্ষ্যেই ফের পথে নামল বামেরা। শনিবার দুপুরে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে গ্রামীণ হাওড়ার বাগনান, উলুবেড়িয়া, রাণীহাটি সহ একাধিক গুরুত্বপূর্ণ মোড়ে চাক্কা জ্যামে পথে নামেন বাম কর্মী-সমর্থকরা।
শনিবার দুপুর আড়াইটা নাগাদ মুখে স্লোগান, হাতে লাল ঝান্ডা নিয়ে বাগনান লাইব্রেরি মোড়, উলুবেড়িয়ার নিমদীঘি মোড়, পাঁচলার রাণীহাটি মোড়ের উপর ১৬ নং জাতীয় সড়ক অবরোধ করে কয়েক’ শো বাম কর্মী-সমর্থক। প্রায় আধঘন্টা চলে বিক্ষোভ-অবরোধ।
কংগ্রেস কর্মী-সমর্থকদেরও দলীয় ঝান্ডা হাতে এদিন পথে নামতে দেখা যায়। প্রত্যেক জায়গাতেই পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। দুপুর ৩ টে নাগাদ অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধের জেরে ১৬ নং জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।