নিজস্ব সংবাদদাতা : খোয়া যাওয়ার কয়েকঘন্টার মধ্যেই পুলিশি তৎপরতায় উদ্ধার হল ব্যবসায়ীর টাকা। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর থানা এলাকায়। খোয়া যাওয়া অর্থ উদ্ধারের পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করেছে উদয়নারায়ণপুর থানার পুলিশ।
সূত্রের খবর, মঙ্গলবার ভোরে মেদিনীপুর থেকে হুগলিতে পাইকারী মাছ নিয়ে গিয়েছিল দু’টি টাটা এ.সি.ই গাড়ি। দুপুরে মাছ দিয়ে ফেরার সময় উদয়নারায়ণপুর থানার শিবানীপুর এলাকায় একটি টাটা এ.সি.ই গাড়ির সাথে একটি ইঞ্জিন ভ্যানের রেষারেষিতে ইঞ্জিন ভ্যানের যাত্রীরা পড়ে যায়। অভিযোগ, সেই সময় স্থানীয় কিছু মানুষ মাছের গাড়িটিকে ঘিরে ধরে ড্রাইভার ও খালাসিকে মারধর করে। এই সুযোগেই গাড়িতে থাকা নগদ ১,৯১,০০০ টাকা নিয়ে চম্পট দেয় স্থানীয় জনৈক ব্যক্তি।
এই ঘটনার কথা জানার সাথে সাথেই তৎপর হয় উদয়নারায়ণপুর থানার পুলিশ। এস.আই বিধান হালদারের নেতৃত্ব অপরাধীকে খুঁজে বের করার কাজ শুরু। ঘটনাস্থলে থাকা বেশ কয়েকজন স্থানীয়কে উদয়নারায়ণপুর থানায় জেরার জন্য ডেকে পাঠানো হয়। তাদের মধ্যেই একজনের কথায় সন্দেহ হওয়ায় পুলিশ তাকে আরও জিজ্ঞাসাবাদ চালায়। তারপরই সে নিজের অপরাধের কথা স্বীকার করে। ঘটনার কয়েক ঘন্টারমধ্যেই অভিযুক্তের কাছ উদ্ধার হয় খোয়া যাওয়া নগদ ১,৯১,০০০ টাকা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম অষ্ট সামন্ত (৫২)। অভিযুক্ত অষ্ট সামন্ত স্থানীয় শিবানীপুর এলাকারই বাসিন্দা। বুধবার অভিযুক্তকে কোর্টে তোলা হবে বলে জানা গেছে।