নিজস্ব সংবাদদাতা : বিজেপির এত বিধায়ক, সাংসদ সব ভাড়াটে ছিল,বোঝা যাচ্ছে। ভাড়াটে দিয়ে লড়াই জেতা যায়না। ভাড়াটে দিয়ে হিন্দু মুসলমান করা যায় খুন করা যায়, ভাড়াটে দিয়ে রাজনৈতিক লড়াই করা যায়না। ওরা সবাই এক। এরা দল আর মানুষের মধ্যে ভাগ করছে। বামপন্থীরা এই জন্যই দলবদলের বিরুদ্ধে। অর্জুনের দলবদল প্রসঙ্গে বাইনানে এমনই মন্তব্য করলেন সিপিআই(এম) পশ্চিমবঙ্গ শাখার বতর্মান সাধারন সম্পাদক মহম্মদ সেলিম। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
তিনি আরো বলেন, এখানে কে বিজেপি কে তৃনমূল সেটা কথা নয়, কে লুটেরা কে দাঙ্গাবাজ কে মানুষের শান্তি চাডয় ও কে মানুষের অধিকার ও হকের জন্য লড়াই করছে সেটা বড়ো কথা। দলবদলের পর অর্জুন সিং এর মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যাওয়া প্রসঙ্গে মোহাম্মদ সেলিম বলেন তাতে আমার কি যায় আসে? লোকে তো চিড়িয়াখানাতেও যায় তাকে কি প্রশ্ন করেন?