নিজস্ব সংবাদদাতা : কিছুদিন আগেই আমতার সারদা গ্রামে প্রতিবাদী ছাত্রনেতা আনিস খানের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল রাজ্য। মঙ্গলবার নিহত ছাত্রনেতার সারদা গ্রামের বাড়িতে এলেন সিপিআইএমের নবনির্বাচিত রাজ্য সম্পাদক মহম্মদ সেলিন। এদিন তিনি আনিসের বাবার সাথে ও পরিবারের সদস্যদের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন। তারপর বাড়ি থেকে বেরিয়ে আনিসের কবরস্থানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মহম্মদ সেলিম। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইএমের রাজ্য সম্পাদল জানান, এতোদিন আনিসের ন্যায় বিচারের জন্য বাম ছাত্র-যুবরা লড়েছিল। আন্দোলন চালিয়ে যাওয়া ছাত্র-যুবদের মারধর করা হয়েছে, জেল খাটিয়েছে। তিনি জানান, আজ থেকে আনিসের মৃত্যুর বিচারের দাবিতে পথে নামল বামফ্রন্ট। রামপুরহাটের ঘটনা প্রসঙ্গে মহম্মদ সেলিম বলেন, রামপুরহাটে যে ঘটনা ঘটল তাতে পুলিশ খুন করল না তৃণমূল খুন করল সেটাই বোঝা যাচ্ছে না। পুলিশরূপী তৃণমূল, তৃণমূলই পুলিশ। আনিস যদি ইনসাফ না পায় রামপুরহাটও ইনসাফ পাবে না। রামপুরহাট ইনসাফ না যদি পায় এ রাজ্যে কেউ ইনসাফ পাবে না বলেও তিনি জানান। এদিন বিকালে পাঁচলায় একটি সভায় অংশ নেন সিপিআইএমের রাজ্য সম্পাদক।