নিজস্ব সংবাদদাতা : মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ে যাদের তাঁর পাশে সবসময় দেখা যায় তাদের মধ্যে অন্যতম নির্মল মাজি। চিকিৎসক সংগঠনের নেতা নির্মল মাজি ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে উলুবেড়িয়া উত্তর বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তারপর আর ফিরে তাকাতে হয়নি। পরপর তিনবার তিনি উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্বাচিত হয়েছেন। এবার সেই চিকিৎসক নেতাই বললেন,”দিদিই মা সারদা”। সোমবার একটি অনুষ্ঠানে গিয়ে এরকমটাই বলতে শোনা গেল পশ্চিমবঙ্গ বিধানসভার স্বাস্থ্য বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানকে। ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি উলুবেড়িয়া সংবাদ। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
ভিডিওয় নির্মল মাজিকে বলতে শোনা যাচ্ছে,”মা সারদা মৃত্যুর আগে বলে গিয়েছিলেন, কালীঘাটে কালীক্ষেত্রে মনুষ্যরূপে জন্ম নেব। আমি ত্যাগ, তিতিক্ষা, সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে যাব।” শুধু যে আবেগের বশে তিনি এই কথা বলেছেন তা নয়। এব্যাপারে সংখ্যাতাত্ত্বিক ব্যাখা দিতেও শোনা যায় এই চিকিৎসক-বিধায়ককে। তিনি বলেন,”সময়, সংখ্যাতত্ত্ব মিলিয়ে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ই মা সারদা। দুর্গাপুজোর অষ্টমী-নবমী তিথির সন্ধিক্ষণে তাঁর জন্ম। তিনিই মা সারদা, তিনিই সিস্টার নিবেদিতা, তিনিই ফ্লোরেন্স নাইটেঙ্গেল, তিনিই ঘরের দুর্গা।”