নিজস্ব সংবাদদাতা : বিভিন্ন সময় তাঁর বিরুদ্ধে ‘বহিরাগত’ তকমা লাগিয়ে সরব হয়েছে দলের একাংশের কর্মীরা। আবারও কখনও তাঁর বিধানসভায় ‘বহিরাগত’ নয় ‘ভূমিপুত্র’কে প্রার্থী করার জোরালো দাবি উঠেছে। এবার ‘বহিরাগত’, ‘ভূমিপুত্র’ ইস্যু নিয়েই মুখ খুললেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভার বিধায়ক ইদ্রিস আলি। উল্লেখ্য, মঙ্গলবার ‘পরিযায়ী’ রূপে উদ্ধৃত করে বনমন্ত্রী রাজীব ব্যানার্জীর বিরুদ্ধে পোস্টার পরে তাঁরই ডোমজুড় বিধানসভার বিভিন্ন এলাকায়।
এনিয়ে ইদ্রিস আলিকে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের বলেন, “এগুলো যারা করছে তারা ঠিক করছেন না। আমাদের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের কোনায় কোনায় কে, কী কাজ করেন তিনি জানেন। বিশেষ করে লোকসভা, বিধানসভা ভোটে কে প্রার্থী হবে তিনিই ঠিক করেন কারণ তিনি সবাইকে জানেন। কিছু কিছু জায়গায় যাদের চরিত্র ঠিক নেই তারাই ভূমিপুত্র ভূমিকন্যার আওয়াজ তুলছে।
মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক, আর তাদের কিছুই ছিলনা তারা প্রচুর টাকা করে ফেলেছে। এমন আছে অনেক সময় অনেক পুরসভায়। তাই তাদের ভয় লাগছে।” দলের মধ্যেই এহেন গোষ্ঠীদ্বন্দ্ব বিষয়ে প্রশ্ন করা হলে তৃণমূল বিধায়ক বলেন, “দু-একজন কী বলল, বা চলে গেল তাতে আমাদের কিছু এসে যায়না। কারণ আমরা দলটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে করি।” আত্মবিশ্বাসের সাথে এই প্রবীণ আইনজীবী বলেন, “এই দলের গতি কেউ রুখতে পারবেনা। একুশে বাংলার মানুষ আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে।”