নিজস্ব সংবাদদাতা : করোনার করাল গ্রাসে ইতিমধ্যেই কার্যত ধরাশায়ী হয়েছে দেশের অর্থনৈতিক পরিকাঠামো। দিন আনা দিন খাওয়া পরিবারগুলির কাছে অন্ন সংস্থান কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
যার প্রভাব পড়েছে সারমেয়, বিড়াল সহ বিভিন্ন পশুদের উপরেও। অভুক্ত অবস্থায় দিন কাটছে তাদেরও। এরকমই এক সংকটময় পরিস্থিতিতে জীবসেবার ব্রত নিয়ে তাদের পাশে এগিয়ে এল গ্রামীণ হাওড়ার আমতার উদং বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সদস্যরা।
প্রতিদিন সকাল হলেই বাজার করে শুরু হচ্ছে রান্না, তারপর সদস্যরা দু’-তিনটি ছোটো ছোটো দলে বিভক্ত হয়ে স্থানীয় দু’তিনটি গ্রামের প্রায় ৫০-৬০ টি সারমেয়, বিড়ালের মুখে তুলে দিচ্ছে দুপুরের খাবার।
এর পাশাপাশি, বেশ কিছু স্থানীয় প্রান্তিক পরিবারের হাতে চাল, ডাল, আলু সহ বিভিন্ন মুদিখানা সামগ্রীও তুলে দেওয়া হচ্ছে বলে জানান সংগঠনের কর্তা দূর্বাদল ভৌমিক।