নিজস্ব সংবাদদাতা : অগ্নিযূগের বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু’র ১১২ তম শহীদ দিবস পালন হল হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে।এ. আই. ডি. এস. ও ‘র উদ্যোগে বাগনান স্টেশন চত্বরে সকালে আয়োজিত এই শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানে জেলার ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।
এছাড়াও কাশমলির একটি কোচিং সেন্টারে, শ্যামপুরে ছাত্র ছাত্রীদের উদ্যোগে, নজরপুর মনীষী স্মরণ সমিতি’র উদ্যোগে এবং উলুবেড়িয়ার মৌবেশিয়াতে এবং বাউরিয়া সহ নানা জায়গায় ছোট বড়ো নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় এই বীর বিপ্লবীকে।ব্রিটিশ শাসনের ভীতে কাঁপুনি ধরানো এই মহান বিপ্লবীর অপূরিত স্বপ্ন পূরণের লক্ষ্যেই তাঁদের আদর্শ বুকে নিয়ে শিক্ষার নানান দাবিতে ছাত্র আন্দোলনের আহ্বান জানিয়েছে এ. আই. ডি. এস. ও ছাত্র সংগঠন।