নিজস্ব সংবাদদাতা : গত দু’একদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়াকে করোনা সংক্রমণের ‘রেড জোন’ হিসাবে ঘোষণা করে প্রশাসন ও পুলিশকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছিলেন।
তারপরেই জেলাজুড়ে শুরু হয় চূড়ান্ত তৎপরতা। তারপরও হাওড়ায় সঠিকভাবে লকডাউন কার্যকর হচ্ছেনা – এই মর্মে রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রাজ্যের মুখ্যসচিবকে লেখা এই চিঠিতে জানানো হয়েছে,হাওড়ার বিভিন্ন বাজার, ব্যাঙ্ক, অত্যাবশকীয় পণ্যের দোকানে পারস্পরিক দূরত্ব মানা হচ্ছেনা।
প্রয়োজন ছাড়াই শহরাঞ্চলের বুকে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন যাত্রীবাহী ও প্রাইভেট গাড়ি। হাওড়ার পাশাপাশি কোলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগণা, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতেও একইভাবে লকডাউন মানা হচ্ছেনা বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।
রাজ্যের এই সমস্ত জেলাগুলির বর্তমান অবস্থা খতিয়ে দেখতে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের সমন্বয়ে গঠিত দু’টি বিশেষ প্রতিনিধি দল (IMCT) আসার কথাও চিঠিতে জানানো হয়েছে।