বুধবার থেকে চলবে লোকাল ট্রেন, ট্রেনের সময়সূচি প্রকাশ করল দক্ষিণ-পূর্ব রেল, বিস্তারিত জানুন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : করোনা সম্পর্কিত বিভিন্ন বিধিনিষেধ মেনে আগামী বুধবার থেকেই এরাজ্যে লোকাল ট্রেন চলাচল শুরু হচ্ছে। তারই আগে শনিবার সন্ধ্যায় দক্ষিণ – পূর্ব রেলের তরফে টুইট করে বিভিন্ন রুটে ট্রেনের সংখ্যা, সময় সহ তালিকা প্রকাশ করা হল। হাওড়া – মেদিনীপুর, হাওড়া – পাঁশকুড়া, হাওড়া – আমতা, হাওড়া – খড়গপুর, মেচেদা – দীঘা সহ মোট ১৩ টি রুটে আপে ৪০ টি ও ডাউনে ৪১ টি ট্রেন চলবে বলে দক্ষিণ – পূর্ব রেলের তরফে টুইট বার্তায় জানানো হয়েছে।

অর্থাৎ, আপ ও ডাউন মিলিয়ে মোট ৮১ টি লোকাল ট্রেন আপাতত চলাচল করবে। বুধবার থেকেই বিভিন্ন স্টেশনে টিকিট কাউন্টার খুলে দেওয়া হবে। ওইদিন থেকেই ডেইলি টিকিট ও মান্থলি কাটতে পারবেন যাত্রীরা। তবে ট্রেনে ও প্ল্যাটফর্ম চত্বরে মাস্ক পরা বাধ্যতামূলক। তার সাথে সাথে যাত্রীদের করোনা সম্পর্কিত অন্যান্য বিধি মানারও অনুরোধ জানিয়েছে। তবে, দক্ষিণ-পূর্ব রেলওয়ের তরফে আপ ও ডাউনে মোট ৪১ টি ট্রেন চালানোয় অফিস টাইমে ভিড় নিয়ন্ত্রণ করা কিমবা করোনা বিধি মানা কতটা সম্ভব হবে তা নিয়েই প্রশ্ন তুলেছেন বহু নিত্যযাত্রী।