নিজস্ব সংবাদদাতা : দেশজুড়ে আনলক-১ পর্ব শুরু হয়েছে।দেশের বিভিন্ন প্রান্তের মতোই দীর্ঘ লকডাউনের পর ক্রমে ছন্দে ফিরতে শুরু করেছে বাংলার বিভিন্ন শহরের রাজপথ থেকে শহরতলির অলিগলি। খুলছে অফিস-আদালত,বাজার, দোকানপাট। তবে লোকাল ট্রেনের চাকা না গড়ানোয় জেলা থেকে আসা মানুষের নাজেহাল অবস্থা। সেই সমস্যা দূর করতেই এবার হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে লোকাল ট্রেন চালু করার তৎপরতা শুরু হয়েছে। তবে লোকাল ট্রেনে সমস্তরকম স্বাস্থ্যবিধি মেনেই যাত্রীদের ওঠানো হবে বলে রেলসূত্রে জানা গেছে। রেল সূত্রে খবর, লোকাল ট্রেন চললেও মানতে হবে সামাজিক দূরত্ব বিধি। স্টেশনে প্রবেশের সময় মাপা হবে যাত্রীর শরীরের তাপমাত্রা। টিকিট কাউন্টারেও মানতে হবে সামিজক দূরত্ব বিধি। করোনা আবহে কীভাবে সমস্ত প্রকার স্বাস্থ্যবিধি মেনে লোকাল ট্রেনে যাত্রী পরিবহণ সম্ভব তা নিয়েই প্রস্তুতি শুরু করেছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।
হাওড়া-শিয়ালদহ ডিভিশনে শীঘ্রই চালু হতে পারে লোকাল ট্রেন, চলছে প্রস্তুতি
Published on: