নিজস্ব সংবাদদাতা : দীপাবলি মানেই আলোর রোশনাইয়ে মেতে মেতে ওঠা। কিন্তু দিনের পর দিন দীপাবলির চেহারাটা ক্রমশ বদলে যাচ্ছে। একদিকে শব্দবাজি অন্যদিকে ডিজে বক্সের দানবীয় দাপট। এই দুই দূষণ দানবের গ্রাসে অতিষ্ট সমাজ। আর কয়েকদিন পরই দীপাবলি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দূষণহীন দীপাবলির বার্তা নিয়ে পথে নামল উলুবেড়িয়ার মাধবপুর পরিবেশ চেতনা সমিতি নামক একটি পরিবেশপ্রমী সংগঠন। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
সংগঠনটির পক্ষ থেকে বৃহস্পতিবার সকালে উলুবেড়িয়ার গোরুহাটা মোড় থেকে উলুবেড়িয়া থানা অব্ধি একটি পদযাত্রার আয়োজন করা হয়। হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে এই পদযাত্রায় অংশ নেন বেশ কিছু পরিবেশপ্রমী মানুষ। কোনো প্ল্যাকার্ডে লেখা,”উৎসব হোক ডিজে ও বাজি বর্জিত”, আবার কোনোটায় বা লেখা “দীপাবলি হোক আলোর”।
পাশাপাশি, শব্দবাজি ও ডিজেবক্সের এই দৌরাত্ম্যকে বন্ধ করতে প্রশাসনিক উদ্যোগ গ্রহণ করার আর্জি জানিয়ে উলুবেড়িয়ার মহকুমাশাসক ও উলুবেড়িয়া থানার আইসির কাছে সংগঠনটির তরফে স্মারকলিপি দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক পরিবেশকর্মী জয়িতা কুন্ডু কুন্তি, প্রাক্তন প্রধান শিক্ষক মহম্মদ ফারুক, বিশিষ্ট আইনজীবী নব্যেন্দু দে সহ অন্যান্যরা।