নিজস্ব সংবাদদাতা : রামপুরহাট কান্ড নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। অন্যদিকে আনিসের ইনসাফ চেয়ে এখনো লড়াই চালিয়ে যাচ্ছে বাম ছাত্র-যুবরা। এবার এই দু’ই ঘটনাকে সামনে রেখে পথে নামল বামফ্রন্ট। বুধবার সন্ধ্যায় উলুবেড়িয়ার কালীনগর চৌরাস্তায় আনিস খান ও রামপুরহাট কান্ডে দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সভা ও পথ অবরোধে সামিল হল বামফ্রন্ট। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
বুধবার সন্ধ্যায় কালীনগর চৌরাস্তায় প্রথমে একটি বিক্ষোভ সভার আয়োজন করা হয়েছিল বামেদের পক্ষ থেকে। পরে বাম কর্মী-সমর্থকরা প্রায় আধঘন্টা উলুবেড়িয়া-শ্যামপুর রোড অবরোধ করে। এর জেরে এই রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। বাম নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে আনিস খানের মৃত্যু নিয়ে তাদের আন্দোলন চলছে।
রামপুরহাট কান্ড নিয়েও তারা আন্দোলন শুরু করেছেন। যতদিন না প্রকৃত দোষীরা গ্রেফতার হচ্ছে ততদিন রাজ্য জুড়ে তাদের আন্দোলন চলবে। এদিন এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন উলুবেড়িয়ার বাম নেতা গৌতম পুরকাইত, লাল্টু ভান্ডারী সহ অন্যান্যরা।