নিজস্ব সংবাদদাতা : রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ‘ভুয়ো’ হিসাবে কটাক্ষ করলেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। শনিবার শ্যামপুরে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে সেলিম বলেন, আমাদের রাজ্যে ভুয়ো শিক্ষক, ভুয়ো উকিল, ভুয়ো আইপিএসের মতোই আমাদের বিরোধী দলনেতাও ‘ভুয়ো’। তিনি বলেন,”আমাদের বিরোধী দলনেতা রোজ গোপনে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। ফেক নিউজের মতোই, এরা ফেক পলিটিশিয়ান। মমতা ব্যানার্জীর ভুয়ো ডিগ্রি দিয়ে শুরু হয়েছিল যাত্রা।” বিজেপির ‘ডিসেম্বর’ নিয়ে বলতে গিয়ে বলেন এরা মানুষকে নিয়ে সংখ্যার জুয়া খেলাচ্ছে। আবাস যোজনা নিয়ে বাম নেতা বলেন,”শুধুমাত্র তৃণমূল যে লিস্ট করেছিল সেই লিস্টটাই গ্রহণ স্ট্যান্ডার্ড করা হচ্ছে। এটা আসলে ফেক। আমরা চাই বিডিওদের দায়িত্ব দেওয়া হোক। আমাদের লিস্টও ইন্সপেকশন করতে হবে। উল্লেখ্য, খেত মজদুরের মজুরি বৃদ্ধি, পেনশন চালু, জাতীয় আইন চালু, সামাজিক সুরক্ষা সহ একাধিক দাবিতে শনিবার বামপন্থী কৃষক সংগঠন সারা ভারত খেত মজুর ইউনিয়ন হাওড়া জেলা শাখার ডাকে শ্যামপুরের বরদাবাড় লেনিন বিদ্যাপীঠে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। সেই সমাবেশের মঞ্চ থেকেই বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানান মহম্মদ সেলিম। তাঁর পাশাপাশি এদিনের সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সভাপতি তুষার ঘোষ, রাজ্য সম্পাদক অমিয় পাত্র, বামফ্রন্ট নেতা পরেশ পাল সহ অন্যান্য। এদিনের সভায় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
শ্যামপুরে বামফ্রন্টের সমাবেশ, শুভেন্দুকে ‘ভুয়ো’ বিরোধী দলনেতা হিসাবে কটাক্ষ সেলিমের
Published on: