কৃষি বিল মকুবের দাবিতে উলুবেড়িয়ায় বাম-কংগ্রেসের অবস্থান-বিক্ষোভ, জাতীয় সড়ক অবরোধ

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। আজ সেই বিল মকুবের দাবিতে রাজ্যজুড়ে অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছে বামপন্থী সংগঠনগুলো। রাজ্যের বিভিন্ন প্রান্তের মতোই আজ বিকালে উলুবেড়িয়া নিমদীঘি মোড়ে ৬ নং জাতীয় সড়কের উপর অবস্থান বিক্ষোভে সামিল হন বামপন্থী কৃষক সংগঠন সহ বিভিন্ন বামপন্থী সংগঠনের কর্মীরা।

এর পাশাপাশি, কংগ্রেস কর্মী-সমর্থকরাও এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল পুড়িয়ে প্রায় ১ ঘন্টা ধরে ৬ নং জাতীয় সড়ক অবরোধ করেন বাম-কংগ্রেসের প্রায় হাজার পাঁচেক কর্মী-সমর্থক।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা শ্রীদীপ ভট্টাচার্য, কংগ্রস নেতা তথা আমতার বিধায়ক অসিত মিত্র, বামপন্থী কৃষক সংগঠনের নেতা গৌতম পুরকাইত, সিপিআইএম নেতা সাবিরুউদ্দিন মোল্লা সহ অন্যান্যরা। প্রায় একঘন্টা অবরোধের জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। অবস্থান-বিক্ষোভ কর্মসূচি উপলক্ষ্যে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের তরফে প্রচুর পরিমাণ র‌্যাফ ও পুলিশ মোতায়েন করা হয়েছিল।