বাগনানে মাহিলা মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের পুলিশি হেফাজত নিয়ে প্রশ্ন তুললেন আইনজীবীরা

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বাগনান কান্ডে মূল অভিযুক্ত কুশ বেরা ও তার সঙ্গী শোভন মন্ডলকে গতকালই বাগনান থানার পুলিশ গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে ৪৪৮ (মারপিট), ৩৭৬ (ধর্ষণ), ৫১১ (ধর্ষণের চেষ্টা), ৩০২(খুন) ও ৩৪ (সংঘটিত অপরাধ) ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেছে বাগনান থানার পুলিশ।

আজ ধৃতদের উলুবেড়িয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ অভিযুক্তদের কেন নিজেদের হেফাজতে নিল না তা নিয়েই প্রশ্ন তুলেছেন নির্যাতিতার আইনজীবীরা।

অভিযোগকারীনির পক্ষের আইনজীবী তাপস দেঁড়ের অভিযোগ, “অভিযুক্তরা শাসকদলের মদতপুষ্ট হওয়ায় পুলিশ তাদের নিজেদের হেফাজতে নিল না।” তাঁর আরও অভিযোগ, “শাসকদলের মদত না থাকলে এই ধরনের কেসে পুলিশ আসামীদের অবশ্যই নিজেদের হেফাজতে নিত।

এইসমস্ত কেসে পুলিশ অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেবে নাতো আর কোন কেসে নেবে।” তাপস দেঁড়ে আরও বলেন, “অভিযোগকারিণীর কাছে জেনেছি দু’জন অভিযুক্তই টিএমসির রাজনৈতিক মদতপুষ্ট।” যদিও এপিপি ইনচার্জ মসিউর রহমান জানান, “একদমই প্রাথমিক পর্যায়ে পুলিশ যথাযথভাবে তদন্ত করছে।”