নিজস্ব সংবাদদাতা : আম্ফানের দানবীয় তান্ডবের জেরে গ্রামীণ হাওড়ার বিভিন্ন ব্লকে উপড়ে পড়েছে কয়েক হাজার গাছ, বিদ্যুতের খুঁটি, ট্রান্সফরমার। যার জেরে গ্রামীণ হাওড়ার বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎহীন। ইন্টারনেট পরিষেবা বেশ কিছুটা ব্যাহত হলেও ক্রমে স্বাভাবিক হতে শুরু করেছে।
গ্রামীণ হাওড়ার বিভিন্ন এলাকায় গতকাল দুপুরের পর থেকেই বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় বহু মানুষের মোবাইলের চার্জ প্রায় শেষের পথে। মোবাইলে চার্জ দিতে মানুষের ভরসা এখন পাড়ার মোড়ের দোকানের জেনারেটর।
সেই ছবিই দেখা গেল আমতা, বাগনান, উলুবেড়িয়া, শ্যামপুর, উদয়নারায়ণপুরের বিভিন্ন এলাকায়। মোবাইলে চার্জ দিতে লম্বা লাইন পড়ছে। ১০ টাকা অথবা ১৫ টাকার বিনিময়ে মিলছে মোবাইলে চার্জ দেওয়ার সুযোগ।
অন্যদিকে, জোরকদমে লড়াই চালাচ্ছেন বিদ্যুৎ সরবরাহ কোম্পানির কর্মীরা। ইতিমধ্যেই দু-একটা জায়গায় বিদ্যুৎ আসার খবর মিলেছে। তবে এই দুর্যোগের দিনে জেনারেটর যে মানুষের বড়ো ভরসা তা বলাই যায়।