পাতা ফাঁদে আটকে গেল লক্ষ্মীপেঁচা, স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : বহুবার পুকুরে জাল দেওয়া নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন প্রকৃতি সচেতন বহু মানুষ।তাতেও টনক নড়েনি সাধারণ মানুষের।

পুকুর বাঁচাতে গিয়ে পাখীদের কাছে মারণফাঁদ পেতে বসছেন বহু মানুষ।আবারও সেরকমই পাতা মারণফাঁদে জড়িয়ে গেল একটি লক্ষ্মী পেঁচা।ঘটনাটি ঘটেছে উদয়নারায়ণপুর ব্লকের পালিয়াড়া গ্রামে।

আজ সকালে পালিয়াড়া গ্রামের বাসিন্দা পেশায় শিক্ষক শ্যামল জানা স্থানীয় একটি পুকুরে পাতা জালে একটি পূর্ণ বয়স্ক লক্ষ্মীপেঁচাকে আটকে থাকতে দেখেন।তৎক্ষনাৎ পেঁচাটিকে উদ্ধার করে নিজের বাড়িতে আনেন।

খবর দেন স্থানীয় পরিবেশকর্মী সৌরভ দোয়ারীকে।পা’য়ে ক্ষত সৃষ্টি হওয়ায় তিনি প্রাথমিক শুশ্রষা করেন এবং খবর দেন বন দপ্তরে।বন দপ্তরের কর্মীরা এসে আহত পেঁচাটিকে উদ্ধার করেন।বারবার এইরকম ফাঁদে জড়িয়ে পাখীর মৃত্যু বা আহত হওয়ার ঘটনায় আবারও প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।