নিজস্ব সংবাদদাতা : হাওড়া জেলার একমাত্র দ্বীপাঞ্চল আমতা-২ ব্লকের ভাটোরা। দ্বীপাঞ্চলে কয়েক হাজার পরিবারের বসবাস। একাধিক বাঁশের সাঁকোই হাজারো মানুষের নিত্যদিনের ভরসা। নদী দ্বারা আবৃত ভাটোরা দ্বীপাঞ্চলের মানুষ দীর্ঘ কয়েক দশক ধরে পাকা সেতুর দাবি জানিয়ে আসছেন। একাধিকবার প্রশাসনের তরফে সেতু তৈরির উদ্যোগ গ্রহণ করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। অবশেষে দ্বীপাঞ্চলের মানুষের দীর্ঘ কয়েক দশকের স্বপ্নপূরণ হতে চলেছে! অন্তত এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। আমতার বিধায়ক সুকান্ত পালের তৎপরতায় ইতিমধ্যেই বহু প্রতীক্ষিত কুলিয়া ব্রিজ তৈরির প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে গড়ে উঠবে এই ব্রিজ। ২৯ কোটি টাকার টেন্ডার হয়েছে। বেশ কয়েকজন জমিদাতার হাতেও প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই কুলিয়া সেতু তৈরির কাজ শুরু হবে। বৃহস্পতিবারই সেতু তৈরির কিছু সরঞ্জাম আনা হয়েছে বলে জানা গেছে। আর এতেই আশার আলো দেখছেন দ্বীপাঞ্চলের মানুষ। আমতা-২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দেলুয়ার হোসেন মিদ্দ্যা জানান, খুব শীঘ্রই সেতু তৈরির কাজ শুরু হবে।
অবশেষে স্বপ্নপূরণ! আমতায় গড়ে উঠতে চলেছে কুলিয়া ব্রিজ
Published on: