নিজস্ব সংবাদদাতা : আর মাত্র মাস দুই-আড়াইয়ের অপেক্ষা। তারপরই শতবর্ষের সর্বজনীন কালীপুজোয় মেতে উঠবে গ্রামীণ হাওড়ার বাগনান-১ ব্লকের বাঙালপুর বয়েজ ক্লাব। আর এই স্বপ্নের একশো বছরকে বিভিন্নভাবে স্মরণীয় করে রাখতে উদ্যোগী সংগঠনের সদস্যরা। রবিবার বাঙালপুর বয়েজ ক্লাবের উদ্যোগে শতবর্ষের কালীপুজোর খুঁটিপুজো অনুষ্ঠিত হল। এই উপলক্ষ্যে বাঙালপুর বয়েজ ক্লাব সংলগ্ন মাঠে বিশেষ আয়োজন করা হয়েছিল। ঘট ডোবানোর পাশাপাশি চলে খুঁটিপুজো ও অন্যান্য আচার-অনুষ্ঠান। বৃষ্টির মাঝেও এদিন খুঁটিপুজোয় ভিড় জমিয়েছিলেন এলাকার মহিলারা৷ তাঁদের শঙখ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে খুঁটিপুজো প্রাঙ্গণ। বিস্তারিত জানতে নীচে পড়ুন...
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মানিকলাল ঘোষ, সম্পাদক তপন ঘোষ, উপদেষ্টা মদন মোহন ঘোষ, গোপাল ঘোষ সহ অন্যান্যরা। বাঙালপুর বয়েজ ক্লাব সূত্রে জানা গেছে, প্রতিবছর দীপান্বিতা অমাবস্যায় মাতৃ আরাধনায় মেতে ওঠে সংগঠন প্রাঙ্গণ। সেই পুজোই এবার শতবর্ষে পদার্পণ করল। শতবর্ষকে স্মরণীয় ও বরণীয় করতে এবার সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংগঠনের কর্তা দীপঙ্কর ঘোষ। তিনি জানান, বিগত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন ভাবনাকে মন্ডপে ফুটিয়ে তোলা হচ্ছে। এবার শতবর্ষে এরকমই এক অভিনব ভাবনার প্রতিফলন ঘটতে চলেছে।
উল্লেখ্য, গ্রামীণ হাওড়ার অন্যতম প্রাচীন এই সর্বজনীন কালীপুজোর সাথে জড়িয়ে রয়েছে বহু ইতিহাস। জানা যায়, দেশে স্বাধীনতা আন্দোলন যখন চরম পর্যায়ে পৌঁছেছে সেই প্রেক্ষাপটে হাওড়া জেলার অন্যতম স্বাধীনতা সংগ্রামী বিভূতি ভূষণ ঘোষ তাঁর সহযোদ্ধাদের নিয়ে এই পুজোয় এসে মাতৃ আরাধনা করেছিলেন। সেই ঐতিহ্যবাহী ও প্রাচীন কালীপুজোর খুঁটিপুজোয় মেতে উঠল বাগনানের বাঙালপুর গ্রাম।