চলে গেলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, উলুবেড়িয়ার রাজনৈতিক মহলে শোকের ছায়া

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : চলে গেলেন গ্রামীণ হাওড়ার অন্যতম প্রবীণ তৃণমূল নেতা তথা হাওড়া জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সামসুল আলম মোল্লা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। শুক্রবার রাতে উলুবেড়িয়ায় নিজের বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়াণ তৃণমূল কংগ্রেস নেতা। উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের দক্ষ সংগঠক হিসাবে তিনি পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে সংগঠন সামলেছেন। বিগত ত্রি-স্তর পঞ্চায়েত নির্বাচনে তিনি উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে ধুলাসিমলা, তপনা এলাকার জেলা পরিষদ আসনে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। তারপর তিনি খাদ্যের কর্মাধ্যক্ষ নির্বাচিত হন। বর্ষীয়াণ তৃণমূল নেতার প্রয়াণে শোকস্তব্ধ দলীয় কর্মীরা। জানা গেছে, কিছুদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় তিনি ভুগছিলেন। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মন্ত্রী তথা উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের বিধায়ক পুলক রায়। স্থানীয় রাজনৈতিক মহলের মতে, সামসুল বাবু বরাবরই সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতেন। সু-সংগঠক হিসাবে দলে তাঁর বিশেষ পরিচিতি ছিল।