নিজস্ব সংবাদদাতা : হাওড়া জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে প্রায় 3500 কন্যাশ্রীদের নিয়ে।মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর স্বপ্নের প্রকল্প ,আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া ষষ্ঠ কন্যাশ্রী দিবস সাড়ম্বরে পালিত হল হাওড়া জেলার বাগনান ১ নং বিডিও অফিস প্রাঙ্গনে।
উপস্থিত ছিলেন মাননীয় জেলাশাসক শ্রীমতি মুক্ত অর্যা,মহকুমা শাসক তুষার সিংলা,বাগনান বিধান সভা কেন্দ্রের বিধায়ক অরুণাভ সেন,হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস ,সহ সভাধিপতি অজয় ভট্টচার্জ ,বাগনান-১ নং ব্লক সভাপতি পঞ্চানন দাস,সহ সভাপতি নয়ন হালদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের আয়োজন ছিল চোখে পড়ার মতো।
বিডিও সত্যজিৎ বাবু বলেন হাওড়া জেলার সমস্ত বিদ্যালয়ের ছাত্রীদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর স্বপ্নের প্রকল্প ,আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত কন্যাশ্রী এই অনুষ্ঠান এই ব্লকে অনুষ্ঠিত করতে পারার জন্য তিনি গর্বিত।