নিজস্ব সংবাদদাতা : শুক্রবার সকালে কোলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কোলকাতা হাইকোর্টের বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। ১৯৯৫ সাল থেকে কোলকাতা হাইকোর্টে আইনজীবীর কাজ শুরু করেন। ২০১৭ সালে কোলকাতা হাইকোর্টের এডিশনাল জাস্টিস হিসাবে যোগ দেন। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমেছে আইনজীবী-বিচারপতি মহলে। টুইটারে শোকপ্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়ের প্রতি শোকজ্ঞাপন করে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক তথা প্রখ্যাত আইনজীবী ইদ্রিস আলি জানান, “প্রয়াত বিচারপতি খুব উঁচু মনের ছিলেন।”
প্রয়াত হলেন কোলকাতা হাইকোর্টের বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায়
Published on: