নিজস্ব সংবাদদাতা : গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া থানা এলাকার একাধিক গ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই বাজেয়াপ্ত ও নষ্ট করল আবগারি দপ্তর ও হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উলুবেড়িয়া থানা। সূত্রের খবর, বুধবার উলুবেড়িয়ার শাখাভাঙা, মদাই গ্রামের একাধিক চোলাইয়ের ঠেকে হানা দেন পুলিশ ও আবগারি দপ্তরের আধিকারিকরা। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
বিপুল পরিমাণ চোলাই নষ্ট করার পাশাপাশি বাজেয়াপ্তও করা হয়েছে বিপুল চোলাই। সূত্র মারফত জানা গেছে, এদিনের অভিযানে ১১৮০ লিটার সরমেন্টেড ওয়াশ নষ্ট ও ৭৫ কেজি মুলাফেস নষ্ট করা হয়েছে। এগুলি মূলত চোলাই তৈরিতে ব্যবহার করা হয় বলে জানা গেছে। এদিন যৌথ অভিযান চালিয়ে এই সমস্ত সামগ্রী নষ্ট করে। এই অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানা গেছে।