নিজস্ব সংবাদদাতা : ক্রমশ ভূ-ভাগের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বাংলায় সেভাবে ঝড় না হলেও রবিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পূর্ববর্তী সময়ের মতো এবারও বিপর্যয় মোকাবিলায় খামতি রাখতে নারাজ রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই উপকূলবর্তী বিভিন্ন জায়গায় নামানো হয়েছে এনডিআরএফ ও এসডিআরএফ। শনিবার উলুবেড়িয়াতেও চোখে পড়ল একই চিত্র। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
গঙ্গা সংলগ্ন উলুবেড়িয়ার কালীনগরে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাইকিং করা হয়। বিভিন্ন এলাকায় ঘুরে মাইকিংয়ের মাধ্যমে জানানো হয়, ঝড়ের সময় কী করণীয় বা কী করণীয় নয়। পাশাপাশি, যেকোনো প্রয়োজনে স্থানীয় পঞ্চায়েত সদস্যর সাথে যোগাযোগ করতে বলা হয়।