ভামের পায়ে ঢুকলো লোহার রড, অন্যদিকে মৃত গোসাপ উদ্ধার উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে

By নিজস্ব সংবাদদাতা

Updated on:

নিজস্ব সংবাদদাতা : বাঁশ গাছ থেকে লাফিয়ে  নামতে গিয়ে ছাদের বের হয়ে থাকা লোহার রডে পায়ে ফুটে গেল একটি সিভেট ক্যাটের । বুধবার সকালে ঘটনাটি ঘটেছে শ্যামপুর দু নং ব্লকের সীতাপুর দামনতলায়। খবর পেয়ে উলুবেড়িয়া থেকে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত সিভেট ক্যাটটিকে (ভাম) উদ্ধার করে গড়চুমুক প্রানী চিকিৎসা কেন্দ্রে পাঠিয়েছে । বন দফতর সুত্রে জানা গেছে দামনতলার কাছে একটি  টেলারিং দোকানের ছাদের বেরিয়ে থাকা লোহার রডে আটকে পড়ে সিভেট ক্যাটটি। লোহার রডটি তার একটি পা ফুঁড়ে পেট পর্যন্ত ঢুকে যায় ।

উলুবেড়িয়া বন দফতরের রেঞ্জ অফিসার উৎপল সরকার বলেন দীর্ঘক্ষন ওই ভাবেই সিভেট ক্যাটটি আটকে পড়েছিল । খবর পাওয়া মাত্রই আমাদের কর্মীরা সিভেট ক্যাটটি উদ্ধার করে নিয়ে আসে। আপাতত আহত সিভেট ক্যাটটির চিকিৎসা চলছে । অন্যদিকে এদিন দুপুরে উলুবেড়িয়া হাসপাতালের শিশু বিভাগে থাকা এসি মেশিন থেকে একটি মৃত গোসাপ উদ্ধার করল বন দফতর । এদিন সকালে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের এস এন সি ইউ বিভাগের কর্মীরা এসি মেশিনের মধ্যে সাপ জাতীয় কিছু আছে সন্দেহ করে উলুবেড়িয়া বন দফতরের সঙ্গে যোগাযোগ করেন। খবর পাওয়া মাত্রই দ্রুততার সাথে বন দপ্তরের কর্মীরা হাসপাতালে পৌঁছে যান। এসি মেশিন খুলে তার মধ্যে থেকে একটি মৃত গোসাপ উদ্ধার করে।