নিজস্ব সংবাদদাতা : করোনার জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটনশিল্প। সেই গভীর ক্ষত সারিয়ে ক্রমশ ছন্দে ফিরতে শুরু করেছে ট্যুরিজম শিল্প। এমতাবস্থায় পর্যটনশিল্পকে চাঙ্গা করতে স্বল্প খরচে আকর্ষণীয় প্যাকেজ আনল আইআরসিটিসি ( ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড )। জানা গেছে, সংস্থার তরফে যেসব হলিডে প্যাকেজ রাখা হয়েছে তারমধ্যে অন্যতম আকর্ষণীয় একদিনের বাইক অ্যাডভেঞ্চার ট্রিপ। এই বাইক ট্যুরে মাত্র ২,৮৭০ টাকায় বাঁকুড়ার জয়পুর জঙ্গল ভ্রমণ করানো হবে আইআরসিটিসির তরফে।
যিনি ট্যুরে যাবেন তিনি নিজের বাইক নিয়ে অথবা সংস্থার বাইক নিয়ে যেতে পারবেন। করোনা সম্পর্কিত স্বাস্থ্যবিধি মেনে আইআরসিটিসির গাইড পথনির্দেশ করে নিয়ে যাবেন। ওই খরচের মধ্যেই থাকছে সারাদিনের খাওয়াদাওয়া। থাকছে দুর্ঘটনা বিমাও। এছাড়াও ডুয়ার্সে সাফারি থেকে শুরু করে সিকিমের গ্যাংটক, লাচুং সহ নানাবিধ আকর্ষণীয় হলিডে প্যাকেজ আনা হয়েছে আইআরসিটিসির পক্ষ থেকে। শুক্রবার দুপুরে এক সাংবাদিক বৈঠকে একথা জানান আইআরসিটিসি-র গ্রুপ জেনারেল ম্যানেজার দেবাশিস চন্দ্র।
তিনি বলেন, “করোনা পরিস্থিতিতে দীর্ঘ লকডাউনে মানুষ ঘরবন্দি ছিলেন। এখন কিছুটা হলেও মানুষ স্বাভাবিক জীবনে ফিরছে। তাই সকলকে কিছুটা আনন্দ দিতেই সাধ্যের মধ্যে সাধ পূরণের ব্যবস্থা আমরা করেছি। মানুষ ভীতি কাটিয়ে কোভিড বিধি মেনে আবার ভ্রমণ করুন এটাই আমাদের লক্ষ্য। আমরা প্রথম অ্যাডভেঞ্চার ট্যুরিজম কলকাতা থেকে চালু করছি।”