নিজস্ব সংবাদদাতা : বিভিন্ন সরকারি – বেসরকারি উদ্যোগ ও লাগাতার প্রচারের ফলে বন্যপ্রাণ ও পরিবেশ নিয়ে মানুষ ক্রমে সচেতন হচ্ছেন — আবার সেই নিদর্শনই রাখল বাগনান-১ ব্লকের আগুন্সী গ্রামের কিছু মানুষ। সূত্রের খবর, কাল বিকালে আগুন্সী গ্রামের রাস্তায় পড়ে থাকতে দেখা যায় একটি নিশিবককে।
পাখিটির ডানায় হাল্কা আঘাতের চিহ্ন মিলেছে বলে জানান স্থানীয় মানুষ। আহত পাখিটিকে রাস্তা থেকে উদ্ধার করে প্রাথমিক শুশ্রূষা করেন স্থানীয় একটি ওষুধের দোকানের মালিক অতনু বেরা সহ স্থানীয় বেশ কিছু মানুষ। খবর দেওয়া হয় বন দপ্তরের উলুবেড়িয়া রেঞ্জে।
বন দপ্তরের কর্মীরা এসে পাখিটিকে উদ্ধার করে। উল্লেখ্য, Black crowned night heron সচারাচর দিনে আড়ালে থাকে ও রাতে সক্রিয় হয়।তাই সেভাবে সাধারণ মানুষের চোখে এই পাখি পড়েনা। ‘করোনা’ নিয়ে যখন ত্রাহিত্রাহি রব তখন অতনু বাবুদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবেশকর্মীরা।