নিজস্ব সংবাদদাতা : উলুবেড়িয়া কালীবাড়ির রাসের মেলা দক্ষিণবঙ্গের অন্যতম ঐতিহ্যবাহী ও জনপ্রিয় রাসমেলা হিসাবে পরিচিত। রাসপূর্ণিমায় কালীবাড়ি সংলগ্ন আটচালায় তৈরি হয় রাসমঞ্চ। রাসপূর্ণিমার কয়েকদিন পর থেকে মেলা শুরু হয়। সোমবার উলুবেড়িয়ার ঐতিহ্যবাহী রাসমেলার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। গঙ্গা সংলগ্ন উলুবেড়িয়া কালীবাড়ি চত্বরে বসেছে মেলা। জিলিপি, পাঁপড়, রকমারি খেলনার পাশাপাশি রয়েছে বিভিন্ন চিত্তাকর্ষক জয় রাইড। আয়োজকদের তরফে জানানো হয়েছে, মেলা চলবে ২৮ শে ডিসেম্বর অব্ধি। মেলার উদ্বোধন করে মন্ত্রী পুলক রায় বলেন, মেলায় আসা প্রত্যেকটি মানুষের যাতে মাস্ক থাকে তা সুনিশ্চিত করতে হবে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
উলুবেড়িয়া কালীবাড়ি কমিটির অন্যতম কর্তা শ্রীমন্ত গরানী জানান, এবার কোভিডের কথা মাথায় রেখে মেলা কমিটির তরফে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। অন্যান্যবারের তুলনায় ৫০% শতাংশ কম দোকান নিয়ে এবার মেলার আয়োজন করা হয়েছে। মেলার প্রবেশদ্বারে থাকছে স্যানিটাইজিং গেট। সারামাসব্যাপী চলবে মাস্ক বিতরণ। যাতে এক জায়গায় যাতে ভিড় জমে না যায় তার জন্যও সচেতনতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি, করোনা ও গঙ্গাদূষণ সম্পর্কিত বিভিন্ন সচেতনতার ফ্লেক্সও লাগানো হয়েছে মেলাচত্বরে। মেলাপ্রাঙ্গণকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। লাগানো হয়েছে প্রচুর সিসিটিভি। প্রচুর পরিমাণ পুলিশের পাশাপাশি মেলার আয়োজকদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকও নিয়োগ করা হয়েছে। মন্ত্রী পুলক রায়ের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া মহকুমা পুলিশ আধিকারিক অনিমেষ রায়, উলুবেড়িয়া পৌরসভার মুখ্য প্রশাসক অভয় দাস, বিশিষ্ট সমাজসেবী গৌতম বোস সহ অন্যান্যরা।