নিজস্ব সংবাদদাতা : আসন্ন বিধানসভাকে পাখির চোখ করে ঘর গোছাতে ব্যস্ত শাসক-বিরোধী সবপক্ষ। এই আবহে দাঁড়িয়ে বুথ স্তরের সংগঠনকে আরও সংগঠিত করতে শুক্রবার গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া পূর্ব বিধানসভার রঘুদেবপুরের ২৬ নং বুথে নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন করল বিজেপি।
এদিনের উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি শিবশঙ্কর বেজ, হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সাধারণ সম্পাদক প্রত্যুষ মন্ডল সহ জেলার একাধিক নেতা। এদিন মন্ডলের মুখ্য কার্যালয় থেকে নতুন কার্যালয় পর্যন্ত একটি বাইক র্যালির করেন বিজেপি নেতা-কর্মীরা।
হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি শিবশঙ্কর বেজ জানান, “সামনেই বিধানসভা নির্বাচন। বুথ স্তরের সংগঠনকে আরও শক্ত করতে ও সাংগঠনিক কাজের সুবিধার্থে কার্যালয় করা হচ্ছে বেশ কিছু জায়গায়।” তিনি আরও বলেন, “যে বুথে সংগঠন একটু দুর্বল সেখানে আরও সক্রিয় হতে চেষ্টা চালাচ্ছেন আমাদের কর্মীরা।” এদিন এই কর্মসূচির শেষে স্থানীয় এক বিজেপি নেতার বাড়িতে মধ্যাহ্নভোজনে যান বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো।