শ্রম দপ্তরের উদ্যোগে উলুবেড়িয়ায় দু’দিনব্যাপী শ্রমিক মেলার উদ্বোধন

By নিজস্ব সংবাদদাতা

Published on:

নিজস্ব সংবাদদাতা : নির্মাণ, পরিবহন সহ বিভিন্ন অসংগঠিত শিল্প ও স্বনিযুক্তি পেশায় কর্মরত শ্রমিকদের সামাজিক সুরক্ষা যোজনা প্রদান ও আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের উদ্যোগে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া-২ ব্লকের ইউনাইটেড ইটভাটা সংলগ্ন মাঠে শুরু হল শ্রমিক মেলা।

মঙ্গলবার দুপুরে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নির্মল মাজি, বিধায়ক ইদ্রিস আলি, বিধায়ক পুলক রায়, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য সহ অন্যান্যরা।

জানা গেছে, এই মেলা থেকে শ্রমিকদের জন্য রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরা হবে ও তা পৌঁছে দেওয়া হবে। ১২ ও ১৩ ই জানুয়ারী এই দু’দিন ধরে মেলা চলবে বলে জানা গেছে।