নিজস্ব সংবাদদাতা : সপ্তাহের শুরুতেই আকাশের মুখ ভার। সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি। তারই মাঝে উলুবেড়িয়ার গঙ্গায় উঠল ২০ কেজি সাইজের একটি বৃহৎ ভেটকি মাছ। সোমবার সকালে মৎসজীবীরা উলুবেড়িয়ার গঙ্গা থেকে মাছটি ধরেন।
তাদের থেকে মাছটি কিনে নেন উলুবেড়িয়ার ফুলেশ্বরের মাছ ব্যবসায়ী নেপাল পাখিরা। খবর পেয়েই মাছটিকে দেখতে ভিড় জমান উৎসুক মানুষ। মাছ ব্যবসায়ী নেপাল পাখিরা কেজি প্রতি ৭০০ টাকা হিসাবে মাছটির দর হাঁকান।