নিজস্ব সংবাদদাতা : অসুস্থ হরিয়াল ঘুঘুকে (Yellow footed green pigeon) উদ্ধার ও সুশ্রুষা করে তার নিজস্ব পরিবেশে ফিরিয়ে দিল এক স্কুল পড়ুয়া। ঘটনাটি ঘটেছে গ্রামীণ হাওড়ার বাগনান থানার খানপুর এলাকায়। জানা গেছে, একাদশ শ্রেণীর পড়ুয়া খানপুরের কৌস্তুভ ভৌমিক বৃহস্পতিবার বিকালে নিজের বাড়ির অদূরে একটি হরিয়াল ঘুঘুকে গাছের নীচে বসে থাকতে দেখে। জানা গেছে, পাখিটি উড়তে পারছিলো না। তারপরই সে পাখিটিকে বাড়ি নিয়ে যায়। যোগাযোগ করেন বিশিষ্ট পরিবেশকর্মী সৌরভ দোয়ারীর সাথে। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
তাঁর পরামর্শ মতো ছোট ফল, দানাশস্য, জল খাওয়ায় ফলে রাত্রিবেলাই পাখিটি তার শক্তি ফিরে পায়। শুক্রবার সকালে ছাদে ছেড়ে দিলে পাখিটি উড়ে চলে যায়। কৌস্তভের কথায়, খুব সম্ভবত কোনো কিছুর সাথে ধাক্কা লেগে আহত ও অভুক্ত থেকে গিয়েছিল তাই উড়ে যেতে পারছিলো না। খাবার খেয়ে শক্তি ফিরে পেয়ে নিজের পরিবেশে চলে যায়। পরিবেশকর্মী সৌরভ দোয়ারীর কথায়, আগে এই হরিয়াল ঘুঘু ঝাঁকে ঝাঁকে দেখা যেত গ্রামীণ হাওড়াতে কিন্তু বর্তমানে একদমই কমে গেছে। এমনকি তখন বাসা বানিয়ে সংসার পেতে বসত। এখন সেসব প্রায় অতীত। খুব কম সংখ্যায় দেখা যায়।