নিজস্ব সংবাদদাতা : আবারও বন্যপ্রাণ সচেতনতার নিদর্শন রাখলেন বাগনানের মুকুন্দদিঘী গ্রামের বেশ কয়েকজন যুবক।
মাছের জালে আটকে পড়া প্রায় ৬ ফুট দৈর্ঘ্যের গোখরোকে তুলে দিলেন বন দপ্তরের হাতে।
সূত্রের খবর, আজ সকালে বাগনান থানার সাবসিট পঞ্চায়েতের অন্তর্গত মুকুন্দদিঘী গ্রামের শ্মশান এলাকায় একটি মাছ ধরার জালে প্রায় ৬ ফুট দৈর্ঘ্যের একটি গোখরো সাপ ধরা পড়ে।
গ্রামের যুবকরা খবর দেন বন দপ্তরে।বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে দীর্ঘকায় সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার বন দপ্তরের হাতে বিভিন্ন প্রজাতির বিষধর সাপকে উদ্ধার করে তুলে দিয়েছেন এই গ্রামের যুবকরা।