নিজস্ব সংবাদদাতা : বন্যপ্রাণ সংরক্ষণ ও বন্যপ্রাণী হত্যা প্রতিরোধ করতে সরকারি – বেসরকারি তরফে লাগাতার প্রচার চলছে। তারপরও হুঁশ ফিরছেনা বহু মানুষের।
আবারও সেই ঘটনারই নিদর্শন রাখল গ্রামীণ হাওড়ার বাগনান থানার সাবসিট গ্রাম পঞ্চায়েতের চাকুর গ্রামের বেশ কিছু মানুষ। সূত্রের খবর, আজ সকাল ৭ টা নাগাদ মাছ ধরার একটি ঘূর্ণিতে প্রায় ৬ ফুট দৈর্ঘ্যের একটি কেউটে সাপ আটকে যায়।
অভিযোগ, গ্রামেরই বেশ কিছু মানুষ সাপটিকে মারতে উদ্যত হন। ঘটনাটি জানতে পেরেই তাদের বাধা দেন গ্রামেরই দু’ই যুবক রাজু বাগ ও পাপাই জানা। শিক্ষক বিমল বোধক বিষয়টি বন দপ্তরে জানালে দুপুরে বন দপ্তরের কর্মীরা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যান।