নিজস্ব সংবাদদাতা : দীর্ঘদিন যাবৎ বন্ধ কারখানা। কোনোরকমে রেশনের চালে দিন কাটছে বহু শ্রমিক পরিবারের। এই সংকটময় পরিস্থিতিতে সরকারী নির্দেশ অনুযায়ী, আজ থেকে গ্রামীণ হাওড়ার একাধিক জুট মিল ও কলকারখানায় কাজ শুরু হল।
চেঙ্গাইল, বাউরিয়া সহ গ্রামীণ হাওড়ার বেশ কয়েকটি জুট মিলকে শর্তসাপেক্ষে খোলার অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রশাসন সূত্রে খবর, বিভিন্ন শিফটে সীমিত সংখ্যক শ্রমিক নিয়ে কাজ করতে পারবে জুটমিলগুলি।
কঠোর ভাবে মানতে হবে নির্দিষ্ট সামাজিক দূরত্ব।রাখা হয়েছে হ্যান্ডওয়াশ সহ বিভিন্ন বিশেষ ব্যবস্থা। একাধিক জুটমিলের পাশাপাশি, আইটিসি, বীরশিবপুর গ্রোথ সেন্টার সহ বেশ কিছু কারখানা খোলার খবরও মিলেছে।
এর সাথে ফ্লিপকার্টের মতো কোম্পানিও কাজ শুরু করেছে। তবে জানা গেছে সমস্ত জুটমিল ও কারখানাগুলির উপর নিয়মিত নজরদারি চালাবে জেলা প্রশাসন। দীর্ঘদিন পর কলকারখানা খোলায় স্বভাবতই খুশির হাওয়া শ্রমিক মহলে।