নিজস্ব সংবাদদাতা : ১৬ নং জাতীয় সড়কের ধূলাগড় টোলপ্লাজার আগে খাঁ পাড়ার কাছে উল্টে গেল গোরু বোঝাই একটি লরি। জানা গেছে, এই ঘটনায় এখনো অব্ধি ১ জন প্রাণ হারিয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরও বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লরিতে থাকা বেশ কিছু গোরুর প্রাণ হারানো ও গুরুতর আহত হওয়ার খবর মিলেছে।
সূত্রের খবর, মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ১৬ নং জাতীয় সড়কের কোলকাতামুখী লেন ধরে কোলাঘাটের দিক থেকে কোলকাতার দিকে যাচ্ছিল গোরুবোঝাই লরিটি। ধূলাগড় টোল প্লাজার কিছুটা আগে খাঁ পাড়ার কাছে হঠাৎ লরিটির সামনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গোরুবোঝাই লরিটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, লরিটিতে শতাধিক বাছুর ছিল। খবর পেয়েই ঘটনাস্থলে আসে সাঁকরাইল ও পাঁচলা থানার পুলিশ। আসে দমকলের একটি ইঞ্জিন। আহতদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। আহত গোরুগুলির শুশ্রূষার কাজে স্থানীয় মানুষও হাত লাগান। এই দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে ক্রেন এনে দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে সরানো হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।