নিজস্ব সংবাদদাতা : ” দিদিকে বলো” অনুষ্ঠানে দাঁড়িয়ে জমি বিবাদের কারণে বাড়ি না বানাতে পারা যুবতীর পরিবারকে আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী। শুক্রবার এই যুবতীর আইনজীবী হিসেবে মামলা লড়তে উলুবেড়িয়া মহকুমা আদালতে উপস্থিত হন বিধায়ক ইদ্রিস আলী। যদিও বিচারক অনুপস্থিত থাকায় এদিন মামলার শুনানি হয়নি। প্রতিশ্রুতি মতো বিধায়ক আইনজীবী আইনী লড়াইয়ে তাদের পাশে দাঁড়ানোয় খুশি যুবতী ও তার পরিবারের লোকজন। জানা গেছে মাস দেড়েক আগে দিদিকে বলো অনুষ্ঠানে শরিকি বিবাদের কারণে বাড়ি তৈরি করতে সমস্যার কথা বিধায়ককে জানিয়েছিলেন উলুবেড়িয়ার শ্যামসুন্দরচকের বাসিন্দা মধুমিতা দেঁড়ে।
সেই সময় তাকে আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিধায়ক। এলাকা সুত্রে জানা গেছে মধুমিতার পরিবারের সাথে তাদের আত্মীয়দের দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিবাদ চলছে। মধুমিতার বাবা মারা যাওয়ার পর থেকে টিউশন করে কোন মতে মা এবং ভাইকে নিয়ে তাদের সংসার চালায় মধুমিতা। আইনি জটিলতার কারনে প্রায় ভেঙে পড়া বাড়িটি সারাতে পেরে খুব সমস্যায় পড়েছিল মধুমিতা। অবশেষে দিদিকে বলো অনুষ্ঠানে বিধায়ককে সামনে পেয়ে সমস্যার কথা জানায় মধুমিতা। সেই মঞ্চ থেকে বিধায়ক মধুমিতাকে বলেন, আমি একজন আইনজীবী। তাই তোমার মামলা আমি বিনা পারিশ্রমিকে লড়বো।
পাশাপাশি মধুমিতা ও তার ভাইয়ের পড়াশোনার জন্য মাসে দুই হাজার টাকা করে সাহায্যের আশ্বাস দেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস।। এদিন বিধায়ক বলেন ১২ নং ওয়ার্ডে দিদিকে বলো কর্মসূচীতে ওই ছাত্রীটি তার অসহায় অবস্থার কথা আমাকে জানিয়েছিল। সেই সময় আমি তাকে কথা দিয়েছিলাম তার পাশে থাকার। সেই কারণে আমি শুক্রবার মধুমিতার হয়ে আইনি লড়াই করার জন্য উলুবেড়িয়া আদালতে হাজির হয়েছিলাম। মধুমিতা দেঁড়ে বলেন দীর্ঘ ১১ বছর ধরে আইনি লড়াই চলছে।ভাঙা বাড়িতেই কষ্টে দিন কাটাচ্ছি । তবে যেভাবে বিধায়ক আইনজীবী আমার পরিবারের সাথে দাঁড়ালেন তাতে আমি ও আমার পরিবার অভিভূত।