নিজস্ব সংবাদদাতা : দীর্ঘদিন ধরে হাওড়া কর্পোরেশনে কোনো নির্বাচিত পৌরবোর্ড নেই। নেই কোনো কাউন্সিলর। এর জেরে হাওড়া পৌর এলাকায় পুরপরিষেবা বিভিন্ন ভাবে ব্যাহত হচ্ছে। এই অভিযোগকে সামনে রেখে নির্বাচিত পৌর বোর্ডের দাবিতে পথে নামল বাম সংগঠনগুলি। বুধবার সকালে হাওড়া ময়দান চত্বরে নির্বাচিত পৌর বোর্ডের দাবিতে হাওড়া কর্পোরেশন অভিযানের ডাক দেয় হাওড়া জেলার বিভিন্ন বামপন্থী সংগঠনগুলি। হাওড়া ময়দান চত্বরে ফ্লাইওভারের নীচে সকাল ১০ টা থেকে অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছেন কয়েকশো বাম কর্মী-সমর্থক।
এর পাশাপাশি, ডেপুটেশন কর্মসূচিও রয়েছে বলে জানা গেছে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের হাওড়া জেলা কমিটির সম্পাদক বিপ্লব মজুমদার, ডিওয়াইএফআইয়ের হাওড়া জেলা সভাপতি শৈলেন্দর রাই, সিপিআইএম নেতা সুমিত্র অধিকারী, শঙ্কর মৈত্র সহ অন্যান্যরা। বাম শিবিরের অভিযোগ, হাওড়া সদরে শাসকদলের মন্ত্রী, বিধায়কের অভাব নেই; অথচ দীর্ঘদিন ধরে হাওড়া কর্পোরশনে কোনো নির্বাচিত পৌরবোর্ড নেই। এর জেরে হাওড়া সদরের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ জনস্বাস্থ্য, সাফাই সহ বিভিন্ন পুর পরিষেবা থেকে বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছেন।
তাই তাঁদের দাবি, “দায়দায়িত্বহীন শাসকদের হঠাতে হবে। অবিলম্বে নির্বাচিত পৌরবোর্ড গঠন করতে হবে।” উল্লেখ্য, তৃণমূল পরিচালিত পুরবোর্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর পুর কমিশনার বিজিন কৃষ্ণার উপর হাওড়া কর্পোরেশন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। এপ্রিল মাসের শেষদিকে তাঁকে সরিয়ে হাওড়ার অতিরিক্ত জেলাশাসক ধৈবল জৈনকে দায়িত্ব দেওয়া হয়। কয়েকদিন আগে তাঁকেও বদলি করা হয়। নবান্নের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়, আপাতত পুর কমিশনারের দায়িত্ব সামলাবেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য্য।