নিজস্ব সংবাদদাতা : চোলাই ঠেকে হানা দিয়ে বিপুল পরিমাণ চোলাই উদ্ধারের পাশাপাশি বেআইনিভাবে চোলাই বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল রাজাপুর থানার পুলিশ। দিন দুয়েক আগেই উলুবেড়িয়া-২ ব্লকের তুলসীবেড়িয়া গ্রামের বিভিন্ন জায়গায় চোলাই ঠেক ভাঙতে আসরে নেমেছিলেন তুলসীবেড়িয়া মহিলা সমিতির সদস্যারা ও গ্রামের মহিলারা। তাদের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে তুলসীবেড়িয়া গ্রামে রমরমিয়ে চলছে চোলাইয়ের ব্যবসা। এর জেরে গ্রামের পরিবেশ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মহিলারাই নষ্ট করেছিলেন বিপুল পরিমাণ চোলাই। বিস্তারিত জানতে নীচে পড়ুন…
কিন্তু তাতেও বন্ধ করা যায়নি চোলাইয়ের ব্যবসা। এরপরই বৃহস্পতিবার তুলসীবেড়িয়ার একাধিক চোলাই ঠেকে অভিযান চালালো রাজাপুর থানা ও আবগারি দপ্তর। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন চোলাইয়ের ঠেকে অভিযান চালিয়ে প্রায় ২৮০ লিটারেরও বেশি চোলাই মদ নষ্ট করা হয়েছে। পাশাপাশি, বেআইনিভাবে চোলাই বিক্রির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, ধৃতের নাম বিনোদ দোলুই। পুলিশ ও আবগারি দপ্তরের এহেন অভিযানে খুশি স্থানীয় মহিলারাও। আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানা গেছে।